খেলা বিভাগে ফিরে যান

১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট

October 16, 2023 | < 1 min read

১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দীর্ঘ দিন ধরেই অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কথা চলছিল। আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। অবশেষে ১২৮ বছর পরে অলিম্পিক্সে ক্রিকেট ফিরছে।

শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে ক্রিকেট ছিল। প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। কিন্তু পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেওয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিই খেলা হয়। সেটিই ফাইনাল। সে বার প্রতিটি দলে ১২ জন করে ক্রিকেটার ছিল। দু’দিন ধরে হয়েছিল সেই খেলা।

লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে কিনা, তা নিয়ে ভোটাভুটির আগে সোমবার মুম্বইয়ে অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান নিকোলো ক্যাম্পরিয়ানি বলেন, ‘এখন আমার বন্ধু বিরাটের কথা ভাবছি। বিশ্বের সব অ্যাথলিটদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওঁর ফলোয়ার সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। ওঁর ৩১৪ মিলিয়ন ফলোয়ার্স আছে। যা লেব্রন জেমস, টম ব্রেডি, টাইগার উডসের মিলিত ফলোয়ার্স সংখ্যার থেকেও বেশি। যা বাস্তবেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি এবং ক্রিকেট মহল- সকলের জন্য লাভজনক।’

২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান আরও বলেন, ‘চিরাচরিতভাবে যে দেশগুলি ক্রিকেট খেলে আসে, সেটার বাইরেও ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য (অলিম্পিক্সে) ক্রিকেটকে তুলে ধরা হবে। যে মহল এবং সমর্থকদের কাছে এখনও পৌঁছাতে পারেনি অলিম্পিক্স, তাঁদের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য থাকে। কীভাবে একজনের কারণে অন্যরা লাভবান হতে পারেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#olympics, #Cricket

আরো দেখুন