খেলা বিভাগে ফিরে যান

CWC23: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে দুরন্ত জয় অস্ট্রেলিয়ার

October 16, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বিশ্বকাপের মঞ্চে লখনৌয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে হারাল অজিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল পেরেরা(৭৮) ও পাথুন নিশাঙ্কা(৬১) ছাড়া আর কেউ তেমন রান পাননি।

অজিদের বোলিং আক্রমণের সামনে একের পর এক উইকেট হারায় লঙ্কানরা। কোন‌ওমতে ২০৯ রান করে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট নেন অ্যাডাম জাম্পা(৪)। এছাড়াও মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন। 

জবাবে ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ তোলে অস্ট্রেলিয়া। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন উইকেটরক্ষক জশ ইংলিশ। মার্নাস ল্যাবুশান ৪০ রান করেন।  ৫২ রান করেন ওপেনার মিচেল মার্শ। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা। ১ উইকেট নেন দুনিথ ওয়েলালাগে। চলতি বিশ্বকাপে শূন্য় থেকেই শুরু করে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াল অজিরা।    

TwitterFacebookWhatsAppEmailShare

#ICC Cricket World Cup, #CWC23, #SL vs AUS, #Australia

আরো দেখুন