পুজোর সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি হবে কি! জানুন UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গা পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা। মৃদু হাওয়ায় কাশ বনে দোলা। কখনও ঝলমলে রোদ , কখনও ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টি হয়নি, এমন পুজো বহুদিন দেখেনি আপামর বাঙালি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী পাঁচদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন আসবে না। আপাতত স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে থাকতে পারে তাপমাত্রার পারদ।
গত শুক্রবার দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মৌসম ভবন জানিয়েছে, ষষ্ঠী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলার আকাশে থাকবে ঝলমলে রোদ। আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় কোনও বৃষ্টি হবে না।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবশ্য আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় রকমের কোনও হেরফের হবে না। আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে।