পুজোর আগে শেষবেলায় শপিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে স্তব্ধ হল রবিবারের রাস্তাঘাট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর আগে শেষ রবিবার শেষ মুহূর্তের কেনাকাটায় উপচে পড়ল বিভিন্ন বাজার। হাওড়া ও হুগলির বিভিন্ন বাজারে তিলধারণের জায়গা ছিল না। হাওড়া ময়দান, সালকিয়ার অরবিন্দ রোড, বালি ও বেলুড়ের জামাকাপড়ের দোকানগুলি পুজো প্যান্ডেলের লাইনকে হার মানাচ্ছিল। হুগলির শ্রীরামপুর, চুঁচুড়া, ব্যান্ডেলসহ বিভিন্ন জায়গায় একই অবস্থা ছিল। শ্রীরামপুর, ডানকুনির বাজার ছিল জমজমাট।
অনলাইন শপিং এবং মলের যুগে জামাকাপড়ের দোকানগুলি পুজোর সময়তেই লাভের মুখ দেখে। পুজোর আগে শেষ রবিবার কার্যত ক্রেতাদের ঢল নামল। হাওড়া ময়দানের ফুটপাত, নামীদামি দোকান ও শপিং মলগুলিতে কার্যত পা রাখার জায়গা ছিল না। শহর ছাড়াও শহরতলি ও পাশের জেলা থেকেও প্রচুর মানুষ এসেছিলেন কেনাকাটা করতে। কাপড়ের ব্যবসায়ীরা বলছেন, শেষের দিকে কেনাবেচা ভালই হয়। তাই-ই হয়েছে। পুজো যত এগিয়ে এসেছে, ততই ভিড় বেড়েছে দোকানে। ব্যবসায়ীরা খুশি। হুগলির ছবিও প্রায় এক, বাজারগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। চুঁচুড়া এবং ব্যান্ডেলেও একই চিত্র ধরা পড়েছে।