দেশ বিভাগে ফিরে যান

কেন রাষ্ট্রপতি হাওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন বাজপেয়ি?

October 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০০২ সালে ভারতের রাষ্ট্রপতি পদে বসেছিলেন এপিজে আব্দুল কালাম। তদানিন্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়িকে নাকি সেই সময় দেশের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। অটলবিহারী বাজপেয়ির তৎকালীন মিডিয়া পরামর্শদাতা তথা প্রবীণ সাংবাদিক অশোক ট্যান্ডন সদ্যই এই তথ্য প্রকাশ্যে এনেছেন।

অশোক ট্যান্ডন, নিজের সম্প্রতি প্রকাশিত বই ‘দ্য রিভার্স সুইং কলোনিয়ালিজম টু কো-অপারেশন’-এ সামনে এনেছেন এই তথ্য। জানা গিয়েছে, রাষ্ট্রপতি হাওয়ার প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে তা নাকচ করে দিয়েছিলেন বাজপেয়ি। তিনি নাকি বলেছিলেন, একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদে আসীন হলে তা রাষ্ট্রের কাঠামোর জন্য সুখকর হবে না। তারপরই বিজ্ঞানী এপিজে কালামের নাম প্রস্তাব করেছিলেন বাজপেয়ি। অশোক ট্যান্ডন জানিয়েছেন, লালকৃষ্ণ আদবানিকে প্রধানমন্ত্রী করার জন্যে সঙ্ঘের একাংশ সে’সময় বাজপেয়িকে প্রস্তাব দিয়েছিল। তখন আদবানি ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#president, #President of India, #Atal Bihari Vajpayee Birthday, #Atal Bihari Vajpayee

আরো দেখুন