মানুষ মেরে মাংস খেয়েও ফাঁসির সাজা রদ হয়েছে এই নররাক্ষসদের
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নয়ডার নিঠারি হত্যা মামলায় ফাঁসি রদ হল দুই মূল অভিযুক্ত মণীন্দ্র সিংহ পান্ধের এবং সুরেন্দ্র কোহলির। কি এমন করেছিলেন যাতে তাদের ফাঁসির সাজা ঘোষণা হয়? কি সেই ঘটনা?
২০০৫-২০০৬ সালে দিল্লির নিঠারিতে একের পর যুবতী, কিশোর-কিশোরী নিখোঁজ হতে শুরু করেছিল। এই ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের! ২০০৬ সালের ২৯ ডিসেম্বর নিঠারির ব্যবসায়ী মণীন্দ্র সিংহ পান্ধেরের বাড়ি থেকে উদ্ধার হয় ১৯টি কঙ্কাল এবং কিছু দেহাবশেষ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য! শিশু, কিশোর-কিশোরীদের উপর যৌন অত্যাচার চালিয়ে খুন করে তাদের দেহের অংশ প্রেসার কুকারে সেদ্ধ করে খেয়ে ফেলতেন পান্ধের এবং তাঁর বা়ড়ির পরিচারক সুরেন্দ্র কোহলি। এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।
বাঙালি তরুণী পিঙ্কি সরকারের উপর যৌন নির্যাতনের পরে খুন করা হয় তাঁকে। সেই মামলায় সিবিআই আদালতের বিশেষ বিচারক পবন তিওয়ারি মণীন্দ্র সিংহ পান্ধের এবং সুরেন্দ্র কোহলিকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন।