কলকাতা বিভাগে ফিরে যান

দ্বিতীয়াতেই প্যান্ডেল হপিংয়ের ধারা অব্যাহত, রেকর্ড ভিড় তিলোত্তমায়

October 17, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেবীপক্ষের শুরু থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন তিলোত্তমবাসী। তিথির ঘেরাটোপ পেরিয়ে, দুর্গাপুজো এখন দশ-বারোদিনের শারদোৎসবে পরিণত হয়েছে। ফলে মহালয়ার সন্ধ্যে থেকেই মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। পুজোর আগে শেষ রবিবার বাবা-মায়ের হাত ধরে বেরিয়ে পড়েছে খুদেরাও। শেষ মূহূর্তের কেনাকাটা সারছেন অনেকে, সঙ্গে কয়েকটি ঠাকুরও দেখা হয়ে যাচ্ছে। সোমবার বেলা গড়াতেই উত্তর এবং দক্ষিণ কলকাতার প্যান্ডেলগুলিতে মানুষের ভিড়, নতুন জামাকাপড়ের গন্ধ জানিয়ে দিল পুজো শুরু হয়ে গিয়েছে। 

সোমবার দক্ষিণে একডালিয়ার সামনে জায়ান্ট স্ক্রিনে চলছে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনের সম্প্রচার। তখনই ভিড় জমতে শুরু করে দিয়েছে ব্যারিকেডের বাইরে। শেষ হতেই  ব্যারিকেড খুলে দিল পুজো কমিটি। আর হুড়মুড় করে ঢুকতে শুরু করল দর্শনার্থীরা। 

উত্তর কলকাতার আহিরীটোলা যুবক বৃন্দ পুজো মণ্ডপে দ্বিতীয়ার বিকেলেই ধরা পড়ল সেই চেনা ভিড়। সেখানেও আপামর বাঙালি যেন ঠিক করে ফেলেছে উদ্বোধনের দিনই পুজো দেখে ফেলতে হবে। এদিন আহিরীটোলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল।  ঠাকুর দেখার পর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্যও দেখা গেল থিকথিকে ভিড়।   

দক্ষিণের হাজরা পার্ক, ত্রিধারা, মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার সহ শহরের অধিকাংশ পুজো এদিনই উদ্বোধন হয়। ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’তে ঠাকুর দেখার ধুম বেশি দেখা গেল স্কুল পড়ুয়া, তরুণ-তরুণী, প্রেমিক-প্রেমিকাদের মধ্যে। এদিন চোখে পড়ার মতো ভিড় ছিল।  

এদিন বিকেলে উত্তরের  হাতিবাগান সর্বজনীন ও হাতিবাগান নবীনপল্লিতে মানুষের ভিড় চোখে পড়েছে। অধিকাংশ মানুষ হাতিবাগান থেকে পুজোর শপিং সেরে মণ্ডপে গিয়েছেন।  সন্ধ্যা যত গড়িয়েছে ততই দফায় দফায় রাস্তায় বেড়েছে বাইক, গাড়ির সংখ্যা।   কলকাতা পুলিস। রাত আটটায় হাওড়া ব্রিজ, এমজি রোড, এজেসি বোস রোড, ডিএল খান রোড ক্রসিং, মা ফ্লাইওভার, সেন্ট্রাল অ্যাভি‌নিউ, গড়িয়াহাট রোড, রাসবিহারী অ্যাভিনিউ সহ বহু রাস্তায় অনেকক্ষণ যানজট ছিল। পুজোর কয়েকদিন যানজট এড়াতে কলকাতা ট্রাফিক পুলিসের ফেসবুক ও এক্স-হ্যান্ডেলে নজর রাখতে পরামর্শ দিয়েছে কলকাতা পুলিস। 

TwitterFacebookWhatsAppEmailShare

#overcrowded, #Kolkata, #durga puja, #Durga Puja 2023

আরো দেখুন