দেশ বিভাগে ফিরে যান

সমলিঙ্গ বিবাহ আইন বদলাতে পারবে সংসদ – হাত ঝেড়ে ফেলল সুপ্রিম কোর্ট?

October 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার সমলিঙ্গ বিবাহ মামলার রায় শোনাতে শুরু করল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানালেন, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু, আইনের ব্যাখ্যা দিতে পারে।

সাংবিধানিক বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিসান কল, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিম্হা।

টানা ১০ দিন শুনানি পর্বের শেষে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গত ১১ মে রায় সংরক্ষিত রেখেছিল। এদিন প্রধান বিচারপতি শুনানিতে বলেন যে, বিশেষ বিবাহ আইনে (Special Marriage Act) বদল আনতে হলে সেটা সংসদ করতে পারবে। আদালতে কোনও ধারা যুক্ত করলে তা হস্তক্ষেপ করা হবে। প্রধান বিচারপতি এও বলেন যে বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে। সমকামকে শহুরে বিষয় নয় বলেও প্রধান বিচারপতি উল্লেখ করেছেন ।

এর আগে ২০১৮ সালে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে অসংবিধানিক ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল সহমতের ভিত্তিতে সমকামীদের সহবাসকে। কেন্দ্রের তরফে সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতির বিরোধিতা করে জানানো হয়, এটা নেহাতই ‘শহুরে অভিজাত সমাজের ভাবনা’। পাশাপাশি, এমন ‘স্পর্শকাতর বিষয়ে’ সিদ্ধান্ত গ্রহণের ভার সংসদের হাতে তুলে দেওয়ারও দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #same sex marriage, #Same-sex marriage verdict, #judgment

আরো দেখুন