রাজ্য বিভাগে ফিরে যান

রেল হকারদের দাবি আদায়ে আবারও একই সঙ্গে সরব হল শ্রমিক সংগঠনগুলি

October 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘হকার আইন ২০১৪’ মেনে চলন্ত ট্রেনে, প্ল্যাটফর্মে এবং রেল স্টেশন চত্বরে নির্বিঘ্নে হকারদের হকারি করতে দেওয়া-সহ একাধিক দাবিতে গত ১৬ সেপ্টেম্বর হাওড়ার ডিআরএমের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ‘জাতীয় বাংলা সম্মেলন’। আন্দোলনকারীদের উপর রেল পুলিশ লাঠিচার্জ করে এবং সংগঠনের বাইশ জন সদস্যকে গ্রেপ্তার করে। শুধু তাই নয়, ওই দিন বেশ কয়েকজন হকারের পণ্য তুলে নিয়া যায় আরপিএফ।

এর প্রতিবাদে সোমবার (১৬ অক্টোবর) ফের হাওড়ার ডিআরএমের দপ্তরের সামনে হাজির হয়েছিল একাধিক শ্রমিক সংগঠন। জাতীয় বাংলা পক্ষের পাশে এই আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছে সিটু, আইএনটিটিইউসি, এআইটিইউসি’র মতো একাধিক সংগঠনকে। এই মিলিত প্রতিবাদের জেরে হকারদের আটকে রাখা পণ্য ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#hawkers, #protests

আরো দেখুন