রাজ্য বিভাগে ফিরে যান

পুজোর ক’দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জেনে নিন UPDATE

October 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদদের। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে পরিবেশ, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে সকাল-সন্ধ্যা উত্তুরে হাওয়ার প্রভাবে হালকা শীতের অনুভূতি রয়েছে।

উত্তরবঙ্গের দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। জলীয় বাষ্প আরও কমে যাবে বাতাসে। নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, উপকূল সংলগ্ন ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃহস্পতিবারের পর আবহাওয়ার আরও একটু পরিবর্তন হবে ৷ আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #durga puja, #Weather Update, #Durga Puja 2023

আরো দেখুন