বিনোদন বিভাগে ফিরে যান

রোহিত শেট্টির কপ ইউনিভার্সে নতুন দুজন অফিসার, জানেন কারা?

October 19, 2023 | < 1 min read

রোহিত শেট্টির কপ ইউনিভার্সে নতুন দুজন অফিসার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ১৬ই সেপ্টেম্বর রোহিত শেট্টি SinghamAgain-র শুটিং শুরু করেছেন। Singham সিরিজের তৃতীয় কিস্তি এটি।

ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে এই কপ ইউনিভার্সে সুপারস্টার অজয় দেবগনের পাশাপাশি থাকবেন কাটরিনা কাইফ,খিলাড়ি অক্ষয় কুমার ও রণভীর সিং।

এবার চমক দিলেন পরিচালক রোহিত শেট্টি ও অজয় দেবগন। এই কপ ইউনিভার্সে দুজন নতুন অফিসারকে যোগ করলেন। তাঁরা হলেন দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফ।

আসুন দেখে নেওয়া যাক কে কোন চরিত্র করছেন।

১) অজয় দেবগন বাজি রাও সিংহম

২) অক্ষয় কুমার- বীর সুর্যবংশি

৩) রণভীর সিং- সংগ্রাম ভালেরাও

৪) ক্যাটরিনা কাইফ- রিয়া সুর্যবংশি

) দীপিকা পাড়ুকোন- শক্তি শেট্টি

৬) টাইগার শ্রফ- ACP সত্য

অন্যদিকে পরিচালক রোহিত শেট্টি ওয়েব সিরিজেও কপ ইউনিভার্স তৈরি করছেন। এই ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে অভিনয় করছেন শিল্পা শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা ও বিবেক ওবেরয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Singham Again, #Deepika Padukone, #ajay devgn, #Akshay Kumar, #Ranveer Singh, #Katrina Kaif, #rohit shetty, #Tiger Shroff

আরো দেখুন