কলকাতা বিভাগে ফিরে যান

পুজোর আমেজে ভাসছে মহানগর, চতুর্থীতে জনজোয়ার শহরজুড়ে

October 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্জিকা যাই বলুক না কেন, কলকাতা ও শহরতলির বাঙালি এবার মহালয়া থেকেই হপিং শুরু করে দিয়েছে। প্রতিপদ থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছিল। চতুর্থীর জনজোয়ারে তা পূর্ণতা পেল। সূর্য অস্ত যেতেই মায়াবী আলোর রোশনাইয়ে ডুবছে তিলোত্তমা। কাতারে কাতারে মানুষ আসছেন মণ্ডপের দিকে, টালিগঞ্জ থেকে টালা, বাগবাজার থেকে বেহালা সব জায়গায় এক ছবির দেখা মিলল দিনভর।

কেউ কেউ দুপুর থেকে ঠাকুর দেখা শুরু করছেন। সন্ধ্যে হলেই নামছে মানুষের ঢল। উত্তরের কুমোরটুলি পার্ক, বাগবাজার সর্বজনীনের ভিড় অন্যদিকে, দক্ষিণের চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘে পা ফেলার জায়গা নেই। উত্তর-দক্ষিণ একেবারে ভিড়ে ঠাসা চতুর্থী।

দর্শনার্থীদের হাতের স্মার্টফোনে চলছে দেদার ছবি তোলা। মাতৃমূর্তি ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তুলছেন সব্বাই। গুগল ম্যাপের সৌজন্যে, ফোন বাতলে দিচ্ছে মণ্ডপের রাস্তা। সন্ধ্যা গড়াতেই বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ত্রিধারা বা দেশপ্রিয় পার্ক দেখে মনে হচ্ছিল যেন অষ্টমীর সন্ধ্যা। তৎপর ছিলেন স্বেচ্ছাসেবকরা। একডালিয়া আর সিংহী পার্কের ভিড়ও উপচে পড়ছিল। রাত যত গড়িয়েছে, কলেজ স্কোয়ার, লেবুতলা পার্কের ভিড় ততই বেড়েছে। টালা, হাতিবাগান, কাশী বোস লেনে একই অবস্থা ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Durga Puja 2023, #Chaturthi, #Kolkata

আরো দেখুন