কলকাতা বিভাগে ফিরে যান

গড়িয়াহাট হল একডালিয়া, নিউ আলিপুর হল সুরুচি, ঠাকুর দেখতে ভরসা কন্ডাক্টর

October 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতায় এখন কী চলছে? উত্তর একটাই দুর্গাপুজো। বদলে গিয়েছে বাস স্টপেজের নাম। ঠাকুর দেখিয়ে দিচ্ছেন কন্ডাক্টররা। সায়েন্স সিটির মোড়, বাসস্টপে থিক থিক করছে ভিড়। কেউ কেউ অফিস যাচ্ছেন, কেউ আবার ঠাকুর দেখতে বেরিয়েছেন। বেশির ভাগেরই গন্তব্য শ্রীভূমি। কন্ডাক্টরদের একটাই প্রশ্ন, ‘শ্রীভূমি যাবে?’ কিছু বাসের কন্ডাক্টরকে প্রশ্ন করতেই হচ্ছে না। তারাই চিৎকার করছেন, লেকটাউন-শ্রীভূমি। গড়িয়া থেকে রাসবিহারীগামী বাসের কন্ডাক্টর ডাকছেন, রাসবিহারী, বাদামতলা, ৬৬ পল্লি, মুদিয়ালি। বদলে গেল শহরের বাসস্টপের নাম। কন্ডাক্টরই বলে দিচ্ছেন, নেমে কোন দিকে যেতে হবে।

বুধবার সকাল থেকেই সেজেগুজে ঠাকুর দেখতে নেমে পড়েছেন মানুষজন। গাড়ি নেই, বড় রাস্তায় অটো নেই। সাধারণের একমাত্র সহায় বাস। কোনওমতে শহরবাসী বাসে উঠে পড়ছেন। মফস্‌সল থেকেও প্রচুর মানুষ শহরে আসছেন। তাদেরও ভরসা বাস।

তবে সন্ধ্যার দিকে বাস পেতে বেশ নাকাল হতে হচ্ছে আম জনতাকে। যদিও অন্যান্য দিনের তুলনায় রাস্তায় সরকারি বাসের সংখ্যা কিছুটা বেশি। ভিড় বাস জ্যামের রাস্তায় আটকাচ্ছে। যাত্রী, চালকের বচসা বাঁধছে। সন্ধ্যায় কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারিকদের একেবারে রাস্তায় নেমে পরিস্থিতি সামলাতে দেখা যাচ্ছে। এনসিসি ক্যাডারসহ কলকাতা পুলিশের ভলান্টিয়াররাও পুরোদমে নেমে পড়েছেন কাজে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #bus, #durga puja, #Durga Puja 2023

আরো দেখুন