খেলা বিভাগে ফিরে যান

বিশ্বকাপে মুখোমুখি ভারত-বাংলাদেশ, কেমন হবে টাইগারদের বিরুদ্ধে একাদশ?

October 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেবীপক্ষে পঞ্চমীতে মুখোমুখি ভারত-বাংলাদেশ, সাম্প্রতিক ইতিহাসে ভারত-বাংলাদেশ বাইশ গজের দ্বৈরথ রীতিমতো এশিয়ার ডার্বির আকার ধারণ করেছে। কেমন হবে আজকের ভারতীয় একাদশ?

একদা অনুশীলন দেখে একাদশের ইঙ্গিত মিলত। কিন্তু এখন দ্রাবিড় জমানায় ম্যাচের আগের দিনের অনুশীলন ঐচ্ছিক রাখা হয়। বুধবারের ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন মাত্র তিনজন। ফলে প্র্যাকটিস দেখে বোঝার উপায় নেয় পুণেতে দুপুরে কেমন দল নামাচ্ছেন রাহুল।

তবে শোনা যাচ্ছে, পাকিস্তান ম্যাচে খেলা দল অপরিবর্তিত রেখেই রোহিতরা নামাতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। পুণের ব্যাটিং সহায়ক পিচে হয়ত বাড়তি স্পিনার খেলাবেন না রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবারেও অশ্বিনকে হয়ত বাইরেই বসতে হবে।

পেসার দায়িত্বে শার্দূল, বুমরাহ এবং সিরাজ থাকবেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরাজ বা বুমরাহকে বিশ্রাম দিয়ে শামিকে খেলানো হতে পারে, এমন সম্ভাবনাও থাকছে। তবে রোহিত বা দ্রাবিড় কেউই দলে খুব একটা পরিবর্তন আনতে চান না। দলের ব্যাটিং বিভাগে কোনও বদলের সম্ভাবনা নেই। পাক ম্যাচের একই একাদশ নামছে বাংলাদেশের বিরুদ্ধে। পরিবর্তন হলে হয়ত কোনও এক পেসারকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা থাকছে।

যাবতীয় সংশয় কাটিয়ে শাকিব আল হাসান খেলছেন যা বাংলাদেশ শিবিরের জন্য স্বস্তির খবর। বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচ, কারণে ভারতের বিরুদ্ধে হারলেই বাংলাদেশের সেমিফাইনালের আশা কার্যত শেষ হয়ে যাবে। তাই সর্বশক্তি দিয়েই ঝাঁপাতে চলেছেন শাকিবরা। বাংলাদেশ বাড়তি একজন স্পিনার নিয়ে খেলতে চাইছে। মেহেদী হাসান দলে আসতে পারেন। শরিফুল নাকি মহম্মদউল্লাহ কার জায়গায় মেহেদী প্রথম একাদশে আসেন সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Bangladesh, #ICC Cricket World Cup, #CWC23

আরো দেখুন