আজ পঞ্চমীতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজো এসেগিয়েছে। সঙ্গে শীত শীত আমেজ। সারাদিন রোদ থাকলেও পুড়ে যাওয়ার মতো নয়। বরং বিকেলে মিঠে রোদ ভালই লাগছে। আপাতত বাংলা থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই।
যদিও নবমী ও দশমীর দিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরেই থাকবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। সকালে বা বিকেলে বৃষ্টির সম্ভাবনা নেই।
মৌসম ভবন সূত্রে খবর, ২০ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যার জেরে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।