← রাজ্য বিভাগে ফিরে যান
আজ মহাষষ্ঠী, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মহাষষ্ঠী। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে নবমী থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতার সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলা গুলোয়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।