খেলা বিভাগে ফিরে যান

ISL: এগিয়েও হোম ম্যাচে গোয়ার কাছে ২-১-এ হারলো ইস্টবেঙ্গল

October 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ড্র এবং তারপর অনবদ্য জয় দিয়ে মরসুম শুরু করলেও হারের অভ্যেসে ফিরলো ইস্টবেঙ্গল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হোম ম্যাচ খেলল লাল হলুদ। সেখানেই গোয়ার কাছে ২-১-এ হারলো ইস্টবেঙ্গল।

সপ্তমীর সন্ধ্যায় প্রথমার্ধের শেষ দিকে নাওরেম মহেশের গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। নন্দ কুমারের পাস থেকে নাওরেম মহেশের গোল। ১-০ লিড নিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় এফসি গোয়া। সমতা ফেরানোর গোল করেন সন্দেশ ঝিঙ্গান। সেট পিস থেকে এই গোলে দায় রয়েছে ইস্টবেঙ্গল রক্ষণ ভাগেরও। এক মিনিটের ব্যবধানে ফের গোল। এফসি গোয়ার হয়ে জয়সূচক গোল ভিক্টর রডরিগেজের।

TwitterFacebookWhatsAppEmailShare

#ISL, #Isl 2023, #ISL 2023-24, #Goa, #East Bengal

আরো দেখুন