খেলা বিভাগে ফিরে যান

প্রয়াত ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি স্পিনার বেদী

October 23, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিংহ বেদী প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার প্রয়াত হন তিনি। মনসুর আলি খান পটৌডির পর ১৯৭৬ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন বেদী। তাঁর অবসরের পরে ভারতের অধিনায়ক হন সুনীল গাভাসকর।

১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সেই সময়ে খেলাধুলার ইতিহাসে অন্যতম সেরা স্পিন বোলার হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। তাঁর সুন্দর, ছন্দময় অ্যাকশন এবং বলের উপর অসাধারণ স্পিন দেওয়ার ক্ষমতা তাঁর পৃথক পরিচিতি গড়ে উঠেছিল। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ৬৭ টেস্ট ম্যাচে ২৬৬ উইকেট সংগ্রহ করেছিলেন। ১০টি একদিনের আন্তর্জাতিকে সাত উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত তাঁর উইকেট সংখ্যা যে কোনও ভারতীয়ের থেকে বেশি। ৩৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন।

পঞ্জাবের অমৃতসরে ১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম বেদীর। মাত্র ১৫ বছর বয়সে উত্তর পঞ্জাব দলে তিনি যোগ দেন। রাজ্য দলের হয়ে নিজের প্রতিভা এবং দক্ষতার প্রমাণ দেওয়ার পরে তিনি দিল্লিতে চলে যান। ১৯৮১ সাল, অর্থাৎ অবসর নেওয়া পর্যন্ত খেলেছেন দিল্লির হয়েই। ভারতের হয়ে অভিষেক ২১ বছর বয়সে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কোনও ম্যাচেই প্রথম একাদশ তাঁকে ছাড়া ভাবা যেত না। ইংল্যান্ডের কাউন্টি দল নর্দ্যাম্পটনশায়ারের হয়ে দীর্ঘ দিন খেলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bishan Singh Bedi, #Indian Cricketer, #Indian spinner

আরো দেখুন