← পুজো স্পেশাল বিভাগে ফিরে যান
মহানবমীতে ঘরে বসে ঠাকুর দেখা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বাঙালিরা। কালিকাপুরাণে দুর্গাপুজাকে মহোৎসব বলে উল্লেখ করা হয়েছে। যেখানে কেবলমাত্র ‘মহানবমী’র কথা উল্লেখ আছে । ওই শ্লোকে বলা আছে, ‘ততেঽনু নবমী যা স্যাৎ সা মহানবমীস্মৃতা। সা তিথিঃ সর্ব্বলোকানাং পূজনীয়া শিবপ্রিয়া।।’ অতএব এটা পরিস্কার যে, মহাষ্টমী পরবর্তী নবমী হল শিবপ্রিয়ার ‘মহানবমী’ পুজোর তিথি।
আজকের দিনে ঘরে বসে দেখে নিন কিছু ঠাকুর ও মন্ডপসজ্জা