← রাজ্য বিভাগে ফিরে যান
আজ একাদশীতে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে রাজ্যে কমবে তাপমাত্রা। আগামী ২-৩ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে প্রত্যেক জেলায় বাড়তে চলেছে শীতের আমেজ। আজ একদশীতেও কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমানেও হতে পারে বৃষ্টি।
একাদশীতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ এরপর শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর৷
আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি থাকবে।