রাজ্য বিভাগে ফিরে যান

আজ হাওড়া, উলুবেড়িয়া ও চুঁচুড়াতেও কার্নিভাল, প্রস্তুতি তুঙ্গে

October 26, 2023 | < 1 min read

আজ হাওড়া, উলুবেড়িয়া ও চুঁচুড়াতেও কার্নিভাল, প্রস্তুতি তুঙ্গে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওড়া শহর ও হাওড়া (গ্রামীণ)-র উলুবেড়িয়ায় দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। উলুবেড়িয়ায় আয়োজিত কার্নিভালে পুরসভার ১৫টি এবং রানিহাটির ১টি পুজো কমিটি অংশ নেবে। হাওড়া শহর এলাকার সেরা ১৯টি পুজো কমিটিও অংশ নেবে। বিকেলে উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে শুরু হয়ে ও টি রোড দিয়ে পুরাতন হাসপাতাল মাঠে শেষ হবে শোভাযাত্রা।

পুরসভা জানিয়েছে, কার্নিভাল শেষে উলুবেড়িয়া পুরাতন হাসপাতাল মাঠ ও কালীবাড়ির নির্দিষ্ট ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে।পুরসভার পক্ষ থেকে ঘাটগুলিতে সাফাইকর্মীদের মোতায়েন করা হয়েছে।

চুঁচুড়ার কার্নিভালে মোট ১৮টি পুজো কমিটি অংশ নেবে। কারবালা মোড়, পিপুলপাতি মোড়, বকুলতলা, ময়ুরপঙ্খী ঘাট, প্রতাপপুর মোড়, জোড়াঘাট, বড়বাজার, ডাফ স্কুলের সামনে দিয়ে অন্নপূর্ণা ঘাটে প্রতিমা বিসর্জন হবে।

জেলা পুলিস কার্নিভালের রুট ম্যাপ প্রকাশ করেছে। দুপুরের পর শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uluberia, #chuchura, #Durga pujo carnival, #howrah

আরো দেখুন