বিনোদন বিভাগে ফিরে যান

IFFI-র ভারতীয় প্যানোরামায় নির্বাচিত হয়েছে তাঁর অভিনীত ছবি, জানালেন শ্রাবন্তী

October 26, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে-শ্রাবন্তী/srabanti.smile, insta

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঋত্বিক চক্রবর্তী এবং তাঁর অভিনীত, সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’ আগামী আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসবে প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে, সেই সুখবরটি নিজেই সমাজ মাধ্যমে জানলেন শ্রাবন্তী। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন যে সায়ন্তনের ‘রবীন্দ্র কাব্য রহস্য’, ছবিটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এর অত্যন্ত মর্যাদাপূর্ণ ভারতীয় প্যানোরামার জন্য নির্বাচিত হয়েছে। তিনি ছবির নায়িকা। তিনি অত্যন্ত উচ্ছ্বসিত এবং সম্মানিত। পুরো টিমকে তিনি অভিনন্দন জানিয়েছেন।

আগামী ২০ থেকে ২৮ নভেম্বর ৫৪তম আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। সেখানে এইর ছবিটি নির্বাচিত হওয়ায় খুশি কলাকুশলীরা।

গল্পের কেন্দ্রীয় চরিত্র হিয়া, অভীক, এই দুই চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে শ্রাবন্তী ও ঋত্বিক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Panorama, #Tollywood, #Actress, #iffi, #Srabanti Chatterjee

আরো দেখুন