← কলকাতা বিভাগে ফিরে যান
একাদশীতেও জনজোয়ার কলকাতার মণ্ডপে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবমী-দশমীতে বৃষ্টির পূর্বাভাস থাকায় অনেকেই দু’দিন ইচ্ছে থাকলেও বাড়ি থেকে বের হননি। বুধবার সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার। রেড রোড কার্নিভালের জন্য প্রায় ১০০টি ঠাকুরের বিসর্জন হয়নি।
দশমী পেরিয়ে গেলেও এখনও উৎসবমুখী বাংলার মানুষ। তার প্রমাণ পাওয়া গেল দশমীর পরেরদিন। একাদশীর দিনও মানুষ ঠাকুর দেখতে বেড়িয়েছেন। একাদশীর দিন মানুষের ভীড় দেখে বোঝার উপায় ছিল না সেটা আদৌ একাদশী নাকি অষ্টমী!
দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী, সুরুচি সঙ্ঘ থেকে শুরু করে উত্তরে কাশী বোস লেন, হাতিবাগান, কুমোরটুলি, সন্তোষ মিত্র স্কোয়ার সহ বহু মন্ডপে ভীড় ছিল দেখার মতো।