রাজ্য বিভাগে ফিরে যান

দুর্গাপুজোয় লক্ষ্মী লাভ! ১০০ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে মালদহ জেলায়

October 27, 2023 | < 1 min read

দুর্গাপুজোয় লক্ষ্মী লাভ! ১০০ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে মালদহ জেলায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউনেস্কোর হাত ধরে এবার দুর্গাপুজোয় লক্ষ্মী এসেছে বাংলার ঘরে। উপচে পড়েছে বাণিজ্য। শুধু কলকাতা নয় জেলাতেও হয়েছে রেকর্ড পরিমাণ ব্যবসা। যেমন ষষ্ঠী পর্যন্ত মালদহ জেলাজুড়ে ১০০ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে।

মালদহ জেলা বণিক সভা সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে দুর্গাপুজো উপলক্ষ্যে মালদহ জেলাজুড়ে ব্যবসা হয়েছিল ৮৫ কোটি টাকার। চলতি বছর গত ২ অক্টোবর থেকে ২০ অক্টোবর ষষ্ঠীর রাত পর্যন্ত মোট ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে।

সব থেকে বেশি বিক্রি হয়েছে জেলা সদরের বড় শপিং মলের কাপড় এবং জুতোর দোকানগুলিতে। সেখানে ছেলে এবং মেয়েদের বিভিন্ন ধরনের নতুন পোশাক, শাড়ি কিনতে উৎসবপ্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি নতুন জুতোও মানুষ মন খুলে ক্রয় করেছে। অন্যদিকে, প্রসাধনীর দোকানগুলিতেও দেদার বিক্রি হয়েছে। তবে জেলা সদরের বড় শপিং মলের চাইতে ছোট কাপড়ের দোকানগুলিতে একটু কম বিক্রি হয়েছে। কিন্ত তাঁদের ব্যবসা মন্দ হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #100 crores, #West Bengal, #malda

আরো দেখুন