হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেল দক্ষিণ আফ্রিকা, ১ উইকেটে হারাল পাকিস্তানকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় পাকিস্তান।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে শাকিল করেন ৫২ রান, বাবর আজম করেন ৫০ রান, ৪৩ রান করেন শাদাব খান ও ৩১ রান করেন রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি উইকেট নেন শামসি, ৩টি উইকেট নেন জ্যানসেন, ২টি উইকেট নেন কোটজি ও একটি উইকেট নেন Ngidi।
জবাবে ব্যাট করতে নেমে মোটামুটি ভালই শুরু করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন মারক্রাম (৯১ রান), ডেভিড মিলার করেন ২৯ রান, অধিনায়ক বাভূমা করেন ২৮ রান। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন শাহিন আফ্রিদি, ২টি করে উইকেট পান ওয়াসিম জুনিয়র, উসামা মির, হারিস রউফ। ৪৭.২ ওভারে ২৭১/৯ তোলে দক্ষিণ আফ্রিকা। বাউন্ডারি মেরে কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন।
টানা ৪ ম্যাচে হেরে ৬ ম্যাচের পর পাকিস্তান ৪ পয়েন্টে আটকে আছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে।