দেশ বিভাগে ফিরে যান

দেশের যুবক-যুবতীদের সপ্তাহে অন্তত ৭০ ঘণ্টা কাজ করা উচিত – মত নারায়ণমূর্তির!

October 27, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এদেশের যুবক-যুবতীদের সপ্তাহে অন্তত ৭০ ঘণ্টা কাজ করা উচিত। এমনটাই পরামর্শ দিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এক অনুষ্ঠানে নারায়ণ মূর্তি খুবই খোলামেলাভাবে বলেছেন, দেশের নতুন প্রজন্মের উচিত সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার জন্য প্রস্তুত থাকা। তবেই দেশে কর্মসংস্কৃতির পরিবেশের উন্নতি ঘটবে এবং বিশ্ব-মঞ্চে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারবে ভারত। তাঁর কথায়, “আমার অনুরোধ হল, দেশের নতুন প্রজন্ম তথা ইয়ংস্টাররা বলুক, এটা আমাদের দেশ, আমরা সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই জার্মান ও জাপানিরা করেছিলেন।”

কর্মসংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁস দূর করার ব্যাপারেও সচেষ্ট হওয়া উচিত বলে তাঁর মত। সরকারি স্তরে দুর্নীতি রোধের বিষয়েও জোর দিয়েছেন নারায়ণমূর্তি।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Infosys, #Working hours, #N. R. Narayana Murthy

আরো দেখুন