হিটম্যানের ‘captain’s knock’, শামির আগুনে পেসে ব্রিটিশ বধ, ৬-এ ৬ ভারতের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বকাপে ছয়ে ছয় ভারতের। লখনৌতে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছলেন রোহিতরা। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। নয় উইকেট হারিয়ে ২২৯ রান তোলে রোহিতরা। জবাবে ব্যাট করতে নেমে ১২৯ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
অধিনায়কোচিত ইনিংস খেলেন অধিনায়ক রোহিত। ৮৭ রান করে আউট হন ভারত অধিনায়ক। আদিল রশিদ ফেরান রোহিতকে। কেএল রাহুল ও সূর্য কুমার যাদব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, তাঁদের ব্যক্তিগত রান যথাক্রমে ৩৯ ও ৪৯। ডেভিড উইলে তিনটি উইকেই পেয়েছেন। ক্রিস ওক্স ও আদিল রশিদ দুটি করে উইকেট পেয়েছেন।
২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। আগুন ঝরাতে আরম্ভ করে ভারতের পেসাররা। রুট, বেন স্টোক্স, বাটলাররা একে একে ফেরেন। নিউজিল্যান্ড বধের নায়ক মহম্মদ শামি ফের এদিন আগুন ঝরান। জো রুটকে শূন্য রানে ফেরান বুমরাহ। বেন স্টোক্সকে শূন্য রানে সাজঘরের পথ দেখান শামি। ৩৪.৫ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। চারটি উইকেট পেয়েছেন শামি, বুমরাহ তিনটি ও কুলদীপ দুটি করে উইকেট পেয়েছেন। ১০০ রানে জয়ী হয় ভারত।
দেখুন UPDATE
- আউটটটট! শামির বলে স্টাম্প উড়ে গেল ডেভিড উইলির (১৬)। শামি, বুমরার দাপটে শেষ ইংল্যান্ড। ১০০ রানে জিতল ভারত।
- আউটটটট! শামির বলে উড়ল রশিদের (১৩) স্ট্যাম্প।
- ৩৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১২৮/৯
- ৩২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০৪/৮
- আউটটটট! কুলদীপের বলে আউট লিভিংস্টোন (২৭)। ২৯.২ ওভারে ইংল্যান্ডের স্কোর ৯৮/৮
- আউটটটট!জাডেজার বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হলেন ক্রিস ওকস (১০)।
- ২৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯৮/৬
- আউটটটট!নতুন স্পেলে শামির প্রথম বলেই ফিরলেন মইন আলি (১৫)।
- ২৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮১/৬
- ২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬৮/৫
- আউটটটট!কুলদীপের বলে কাট করতে গিয়ে বোল্ড বাটলার।
- ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫২/৫
- ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪০/৪
- আউটটটট! বেয়ারস্টোর ব্যাট-প্যাডে লেগে শামির বল ভেঙে দিল স্টাম্প।
- আউটটটট!শামির বলে স্টাম্প উড়ে গেল স্টোকসের (০), ইংল্যান্ড ৩৩/৩
- ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩০/২
- আউটটটট! মালানের পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরলেন রুট।
- আউটটটট! বুমরার বলে বোল্ড ইংরেজ ওপেনার মালান।
- প্রথম পাঁচ বলে কোনও রান হয়নি। কিন্তু শেষ বলে চার হাঁকান বেয়ারস্টো। প্রথম ওভার শেষে ইংল্যান্ডের বিনা উইকেটে ৪ রান।
- ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩০/২
- আউটটটট! মালানের পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরলেন রুট।
- আউটটটট! বুমরার বলে বোল্ড ইংরেজ ওপেনার মালান।
- প্রথম পাঁচ বলে কোনও রান হয়নি। কিন্তু শেষ বলে চার হাঁকান বেয়ারস্টো। প্রথম ওভার শেষে ইংল্যান্ডের বিনা উইকেটে ৪ রান।
- ৫০ ওভার শেষে ভারতের স্কোর ২২৯/৮
- আউটটটট! শেষ ওভারে রান আউট বুমরা (১৬)
- আউটটটট! ১৩ বলে ১ রান করে সাজঘরে ফিরতে হলে জাদেজাকে। ৪১ ওভার শেষে ৬ উইকেটে ১৮৩ রান ভারতের।
- আউটটটট! ৫ বলে ১ রান করে উডের ডেলিভারিতে বাটলারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শামি। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ১৮০/৫
- আউটটটট! লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত (৮৭)। ভারতের ৫ম উইকেটের পতন
- ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫৫/৪
- আউটটটট! আউট কে এল রাহুল। ৫৮ বলে ৩৯ রান করেন তিনি।
- ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৩১/৩
- ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১১৬/৩
- হাফসেঞ্চুরি! রোহত শর্মার হাফ সেঞ্চুরি। ৬৮ বলে ৫৭ রান করে ব্যাট করছেন তিনি।
- ২০ ওভার শেষে ভারতের স্কোর ৭৩/৩
- ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৫০/৩। ৩ উইকেট হারানোর পর টিম ইন্ডিয়া মারাত্মক চাপে। হাল ধরার চেষ্টা করছেন রোহিত এবং রাহুল।
- আউটটটট! ক্রিস ওকসের বলে আউট শ্রেয়াস আইয়ার। ভারতের তৃতীয় উইকেটের পতন
- আউটটটট! ডেভিড উইলির বলে শূন্য রানে আউট কোহলি।
- ভারতের দ্বিতীয় উইকেটের পতন১০ ওভার শেষে ভারতের রানসংখ্যা ৩৫/২
- আউটটটট! ওকসের বলে বোল্ড শুভমন গিল
- ৫ ওভার শেষে ভারতের রানসংখ্যা ২৭/১
- টসে জিতল ইংল্যান্ড। আগে ব্যাট করবেন রোহিতরা