← কানে কানে কলকাতা কানেকশন বিভাগে ফিরে যান
মনোহরপুকুর রোড কার জন্য পূর্ণদাস রোড হল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:
স্বাগত ফরিদপুরের ফরিদ
মাদারীপুরের মর্দবীর
বাংলা মায়ের বুকের মণিক
মিলন পদ্মা-ভাগীরথীর।
চরণগুলো নজরুল ইসলামের কলমের সৃষ্টি। যাঁকে নিয়ে এই লেখার সৃষ্টি, তিনি গঙ্গা আর পদ্মাকে মিলিয়েছিলেন।
কেমন করে?
সে গল্পই বলছি। এই কবিতা যাঁকে নিয়ে লেখা, তার নামে রাস্তা রয়েছে আমাদের মহানগরে। একদা যার নাম ছিল মনোহরপুকুর রোড, অধুনা তার নাম হয়েছে পূর্ণদাস রোড। এই পূর্ণদাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী।
পূর্ণদাস ওপার বাংলার সন্তান, ১২৯৭ সনের ১৮ জৈষ্ঠ মাদারীপুরে জন্ম তাঁর। বাংলার ১৩৬৩ সনে ২১ বৈশাখ প্রয়াত হন পূর্ণদাস। দেশ স্বাধীন (অবিভক্ত ভারত) করার ব্রত নিয়ে প্রায় ৩০ বছর জেল খেটেছিলেন ভদ্রলোক। তাঁর কথাই ছন্দে মুড়ে রেখে দিয়ে গিয়েছেন নজরুল।