দেশ বিভাগে ফিরে যান

বালেশ্বরের ছায়া এবার অন্ধ্রে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহত বহু, চালু হেল্পলাইন

October 30, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের রেল দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশে। রবিবার বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে বিজিয়ানগরম জেলায় একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে বিশাখাপত্তনমগামী অপর একটি ট্রেন পলাসা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ যাত্রীর মৃত্যু এবং আহতের সংখ্যা কমপক্ষে ৫০। চালু হয়েছে হেল্পলাইন নম্বর। তবে হতাহত এখনও স্পষ্ট নয়।

উদ্ধারকাজে সহায়তার জন্য রেলমন্ত্রকের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

  • ভুবনেশ্বর – 0674-2301625, 2301525, 2303069
  • ওয়াল্টেয়ার – 0891-2885914
  • বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন : 0891 2746330, 0891 2744619
  • এয়ারটেল : 81060 53051, 8106053052
  • বিএসএনএল : 8500041670, 8500041671

পূর্ব-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, দুটি ট্রেন একই রুটে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, যান্ত্রিক ত্রুটি নয়, মানুষের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে ভুল সিগন্যাল দেওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। কান্তাকাপাল্লি ও আলমাত্তি স্টেশনের মাঝে ওই প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়েছিল। সেই সময়ই পিছন থেকে এসে ধাক্কা মারে পালাসা এক্সপ্রেস ট্রেন। শতাধিক যাত্রীর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা। উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা। ধ্বংসস্তূপের নীচে কোনও দেহ আটকে আছে কিনা, দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vizianagaram, #Andhra Pradesh, #train accident

আরো দেখুন