জন্মদিনে স্কাই ডাইভিং করলেন কোন বলিউড ডিভা? দেখুন ভিডিও
October 30, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৪৮ পূর্ণ হলো গত ২৩ অক্টোবর। এদিন কী করেন বলিউড জগতের অন্যতম হার্টথ্রব মালাইকা অরোরা? জন্মদিনের বিশেষ দিন উদযাপনের একটি অসাধারণ ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি।
এবারের জন্মদিনটা কাটাতে মালাইক গিয়েছিলেন দুবাইয়ে। সেখানেই স্কাই ডাইভিং করতে দেখা যায় অভিনেত্রীকে। সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন অভিনেত্রী।
পোস্টে তিনি লিখেছেন, এটা এমন একটা অভিজ্ঞতা যা তাঁকে সবসময় মনে করিয়ে দেয় জীবনে অ্যাডভেঞ্চারের পিছনে ছুটতে থাকা প্রয়োজন আর অজানাকে আলিঙ্গন করাও প্রয়োজন।