রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় ফের চড়বে তাপমাত্রার পারদ? কী বলছে হাওয়া অফিস?

October 31, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গে ফের বাড়তে চলেছে তাপমাত্রা। কমছে শীতের আমেজ। আপাতত রাজ্যজুড়ে ঊর্ধ্বমুখী হবে পারদ। ৩ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। নভেম্বর মাসের শুরু থেকেই ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা। এমনটাই জানাল আবহাওয়া দপ্তর।

কলকাতায় আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪২ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ অংশত মেঘলা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দার্জিলিং ও কালিম্পংসহ পার্বত্য এলাকায় বুধবার থেকে শুক্রবারের মধ্যে খুব হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় ক্রমশ বাড়বে রাতের তাপমাত্রা। কিছুটা হলেও কমবে শীতের আমেজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal, #Weather forecast, #Temperature, #Weather conditions

আরো দেখুন