দেশ বিভাগে ফিরে যান

দেশে কয়লার ‘কৃত্রিম’ সঙ্কট তৈরি করা হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর

November 1, 2023 | < 1 min read

উৎসবের মরসুমে গোটা দেশে কয়লার সঙ্কট দেখা দিয়েছে। ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উৎসবের মরসুমে গোটা দেশে কয়লার সঙ্কট দেখা দিয়েছে। এই কয়লা সঙ্কট নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আজ গোটা দেশে কয়লা নেই, বিদ্যুৎ নেই। কেন্দ্র বলছে, সব কয়লা আমদানি করো। দীপাবলিতে আলো জ্বলবে কী করে? সব বাইরে থেকে কিনতে গেলে দামও পড়বে বেশি। আমাদের দেশে কয়লা নেই বলতে লজ্জা হচ্ছে। একটা কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে, যাতে বাইরে থেকে কয়লা কিনতে বাধ্য হই আমরা।”

কেন্দ্রের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে কয়লা উৎপাদনে ১২.৮১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কোল ইন্ডিয়ায়, উৎপাদন বেড়েছে ১১.৯০ শতাংশ। তার পরেও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে চাহিদার ৬ শতাংশ কয়লা বিদেশ থেকে আমদানি করতে বলেছে কেন্দ্র। আগামী বছর মার্চ পর্যন্ত বিদেশ থেকে কয়লা আমদানি করতে বলা হয়েছে। এর পাশাপাশি, ইন্দোনেশিয়া থেকে কম দামে কেনা কয়লা, ভারতে বেশি দামে বিক্রি করা নিয়ে সম্প্রতি অভিযোগে বিদ্ধ হন শিল্পপতি গৌতম আদানি। সেই নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Mamata Banerjee, #Coal, #Coal crisis

আরো দেখুন