রাজ্য বিভাগে ফিরে যান

দীপাবলীকে পাখির চোখ! কত কোটি টাকার ব্যবসার প্রত্যাশায় ব্যবসায়ীরা?

November 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলোর উৎসব দীপাবলী আসছে। দেশজুড়ে দীপাবলীতে ৩.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে, ছোট ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের প্রত্যাশা এমনই। এবার ভারতীয় পণ্য বাজার দখল করেছে, অনেকটাই চাপে রয়েছে চীন, এমনই মত ব্যবসায়ীদের। একাধিক রাজ্য বাজির উপর নানা শর্ত আরোপ করছে, সেক্ষেত্রে বাজি ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মত বাজি ব্যবসায়ীদের। বাজি কেনার টাকা অন্য খাতে ব্যয় করতে পারে আম জনতা। করোনা পরবর্তী সময়ে ধীরে ধীরে জনসাধারণের ক্রয়ক্ষমতা বেড়েছে। মনে করা হচ্ছে, এই পরিস্থিতির সুফল পেতে চলেছে বাজার।

উৎসবের মরশুমে দীপাবলীতেই সবচেয়ে বেশি বিকিকিনি হয়, দীপাবলী সর্বভারতীয় উৎসব তাই ক্রেতার সংখ্যা অনেক বেশি। করোনার পর গত বছর থেকে ব্যবসার খরা কাটছে। ব্যবসা করতে পেরেছেন ছোট ব্যবসায়ীরা। এবারেও সেই ধারা বজায় থাকবে বলেই মনে করছেন ছোট ব্যবসায়ীরা।

কনফেডারেশনের সভাপতি প্রবীণ খান্ডেলওয়ালের কথায়, দেশীয় পণ্যের চাহিদা এবছর সবথেকে বেশি। পুজোর উপকরণ হোক বা উৎসবের দিনে ঘর সাজানোর সরঞ্জাম, সবেতেই এগিয়ে দেশীয় পণ্য। দেশীয় ব্যবসা ও শিল্পকে বাঁচানোর জন্য লাগাতার প্রচার চলছে। চীনা পণ্য বয়কট করতে ছোট ট্রেডারদের অনুরোধ করা হচ্ছে। যার সুফল মিলেছে। মনে করা হচ্ছে, চলতি বছর এক লক্ষ কোটি টাকা চীনা পণ্যের বাজার কমতে পারে।

সংগঠনের কর্তাদের মতে, এবারেও মোড়ক বা প্যাকিং ইন্ডাস্ট্রি সর্বাধিক ব্যবসা। ২০ হাজার কোটি টাকার লেনদেন হবে বলেই আশা ছোট ব্যবসায়ীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#diwali, #Market, #Diwali 2023, #Businessmen

আরো দেখুন