খেলা বিভাগে ফিরে যান

ISL 2023-24: জামশেদপুরকে ৩-২ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল

November 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ISL-এ জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল মোহনবাগান। যদিও খেলা শুরুর ছয় মিনিটের মাথায় গোল করেছিলেন জামশেদপুরের মহম্মদ সানান। মোহনবাগানের হয়ে ২৯ মিনিটে গোল শোধ করেন আরমান্ডো সাদিকু।

৪৮ মিনিটের মাথায় ফের বাগানের হয়ে গোল করেন লিস্টন কোলাসো। তারপরে ৮০ মিনিটে ফের গোল করেন কিয়ান নাসিরি। ৮৬ মিনিটে পেনাল্টিতে জামশেদপুরের হয়ে গোল করেন স্টিভ আমব্রি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল জুয়ান ফেরান্দোর দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jamshedpur FC vs MBSG, #indian super League, #ISL, #Isl 2023, #ISL 2023-24

আরো দেখুন