বিবিধ বিভাগে ফিরে যান

দীপাবলির ঠিক আগে রান্নার গ্যাসের দাম বাড়ালো মোদী সরকার

November 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপাবলির উৎসবের ঠিক আগে রাষ্ট্র-চালিত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন ১ নভেম্বর, ২০২৩ থেকে কার্যকরী চারটি মেট্রো শহরে বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১০১.৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে।

সংশোধিত হারের পরে, ১৯-কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন দিল্লিতে ১,৭৩১ টাকার পরিবর্তে ১,৮৩৩টাকা হবে। মুম্বাইতে, এটি ১,৭৮৫।৫০ টাকায় পাওয়া যাবে। কলকাতায় এর দাম হবে ১,৯৪৩ টাকা প্রতি সিলিন্ডার এবং চেন্নাইতে প্রতি সিলিন্ডার ১,৯৯৯.৫০ টাকা।

পর পর দুই মাসে দ্বিতীয়বার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#diwali, #LPG cylinder, #cooking gas, #Modi Government, #Diwali 2023

আরো দেখুন