দোরগোড়ায় শীত আপনার শরীরে দেখা দিচ্ছে না তো এই উপসর্গগুলো?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীত আসছে, আর তার আগে নানান শারীরিক সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। শরীরে দেখা দিচ্ছে নানা উপসর্গ।
কাশি, জ্বর, সর্দি: শীতের প্রাক্কালে অনেকেই রেসপিরেটরি ইনফেকশনের কবলে পড়েন। এখনও অনেককেই কাবু করছে রেসপিরেটরি ইনফেকশন। কাশি, জ্বর, সর্দি, ইনফেকশনের অন্যতম লক্ষণ। বারবার জ্বর আসে। কাশি থাকে, শ্বাসকষ্টও হয়। বয়স্কদের ও শিশুদের এই শ্বাসকষ্টের সমস্যা বেশি হয়। তিন থেকে চারদিন পরেও না সারলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
জিভ সাদা হওয়া: অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক খেলে জিভ সাদা হয়ে যায়। ডায়াবেটিস আক্রান্তদের মুখে ছত্রাকে সংক্রমণের কারণেও এমনটা হতে পারে। তাছাড়াও ডিহাইড্রেশনের কারণে জিভ সাদা হয়। বেশি করে জল পান করা ভীষণ প্রয়োজন।
মুখ ফ্যাকাশে হওয়া: ডিহাইড্রেশন বা অ্যানিমিয়ার কারণে মুখ সাদা বা ফ্যাকাশে হয়। অতিরিক্ত চিন্তা করলে, ভয় পেলেও এমনটা হয়।
চুল পড়া, খুশকি: শীতকালে চুলের নানান সমস্যা দেখা দেয়। মাত্রাতিরিক্ত স্ট্রেস পড়লে বা ফাঙ্গাল ইনফেকশনের জেরে চুল পড়তে পারে। শীতে খুশকির সমস্যাও বাড়ে।
গা, হাত পায়ে ব্যথা: ভাইরাল ইনফেকশনের লক্ষণ হল গা, হাত পায়ে অসহ্য ব্যথা।
হঠাৎ ওজন কমে যাওয়া: হরমোনাল ঘাটতি বা দীর্ঘমেয়াদি কোনও রোগে আক্রান্ত হলে ওজন কমে যেতে পারে।
লাল চোখ: বিভিন্ন কারণ এমন লক্ষণ দেখা যায়।
যেকোনও রকম সমস্যায় অতিঅবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।