খেলা বিভাগে ফিরে যান

দু-দুটো পেনাল্টি মিস করে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

November 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইএসএলের আগের দুটি ম্যাচে এগিয়ে থেকেও শেষ অবধি হেরেছিল ইস্টবেঙ্গল। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কার্লেস কুয়াদ্রাতের দল হারল পেনাল্টি নষ্টের প্রদর্শনী করে।

এদিন ক্লেইটন সিলভা প্রথম প্রয়াসে পেনাল্টি নষ্ট করে রি-টেক থেকেও গোল করতে পারলেন না। এদিকে লাল হলুদকে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করলো কেরালা ব্লাস্টার্স ।

৩২ মিনিটে আদ্রিয়ান লুনার থেকে বল পেয়ে তা লাল হলুদের জালে জড়িয়ে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন জাপানি ফুটবলার দাইসুকে সাকাই। বিরতিতে ১ গোলেই এগিয়ে ছিল কেরালা ব্লাস্টার্স। ৮৫ মিনিটের মাথায় কেরালার গোলরক্ষক সচিন সুরেশ ক্লেইটন সিলভার পেনাল্টি রুখে দেন।

৮৮ মিনিটে দিমিত্রস ডায়ামান্টাকোসের গোলে কেরালা ব্লাস্টার্স ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ক্লেইটন।

TwitterFacebookWhatsAppEmailShare

#ISL 2023-24, #EBFC vs KBFC, #East Bengal Vs Kerala Blasters, #Indian Super League 2023-24, #ISL 10

আরো দেখুন