বেঙ্গালুরুতে লাইফলাইন ফিরে পেতে কেমন হতে পারে NZ vs PAK দ্বৈরথ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলতি ক্রিকেট বিশ্বকাপের ৩৫তম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইয়ে মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড ৪র্থ স্থানে রয়েছে। দলের পয়েন্ট ৮। টানা চার জয়ের বিশ্বকাপ শুরু করেছিলো নিউজিল্যান্ড। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিউয়িদের খেই হারিয়ে ফেলে লজ্জাজনক পরাজয় হয়েছিল। তার আগে ভারত ও অস্ট্রেলিয়ার কাছেও হেরে যায় চোট বেদনায় জর্জরিত নিউজিল্যান্ড। টানা তিন ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছে গত বিশ্বকাপের রানার্স-আপরা। তাই এই ম্যাচে তারা লাইফলাইন ফিরে পেতে আগ্রহী হবে। যদি এই ম্যাচেও নিউজিল্যান্ড পরাজিত হয় তাহলে সেমিফাইনাল থেকে ছিটকে যাবে।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা ৪টি পরাজিত হওয়ায় সেমিফাইনালের পথ বেশ কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের। পাকিস্তান তাদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে বাউন্স ব্যাক করেছে। এবার তাদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। যাইহোক, পাকিস্তান টিম জানিয়েছে এই ম্যাচ এখনও পর্যন্ত তাদের সবচেয়ে চ্যালেঞ্জিং খেলা হতে পারে। ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে পাকিস্তান ৬ষষ্ঠ স্থানে রয়েছে। দলের পয়েন্ট ৬। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বাবর আজমদের।
নিউজিল্যান্ডের সম্ভাব্য দল : টম লাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।
পাকিস্তানের সম্ভাব্য দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।