রাজ্য বিভাগে ফিরে যান

সম্মেলন ছাড়াই নজিরবিহীনভাবে বদলাতে পারে গণশক্তির সম্পাদক

November 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্মেলন ছাড়াই নজিরবিহীনভাবে বদলাতে পারে সিপিআইএমের মুখপত্র গণশক্তির এর আগে দেখা গেছে এই বাম দলের রাজ্য সম্পাদক যখন অনিল বিশ্বাস তখন দীপেন ঘোষ গণশক্তির সম্পাদক হন সেই সময় দলের সম্মেলনে। পরবর্তীকালে দীপেনের জায়গায় নারায়ণ দত্ত আসেন। তাঁর পর গণশক্তির সম্পাদক হন অভীক দত্ত। তাঁর অসুস্থতা ও প্রয়াণে পর দেবাশিস চক্রবর্তীকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এবার সম্মেলন ছাড়াই সম্পাদক বদলের পথে হাঁটতে চলেছে সিপিআইএম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গণশক্তির সম্পাদক দেবাশিস চক্রবর্তীকে সরানো হতে পারে। বর্তমান সম্পাদকের পত্রিকা পরিচালনায় খুশি নয় আলিমুদ্দিন। তাই সম্পাদক বদলের রাস্তাতেই হাঁটতে পারে সিপিএম। এখন দলীয় মুখপত্র দেখাশুনার জন্য যে টিমটি কাজ করে, তাতে রয়েছেন, শমীক লাহিড়ি, কল্লোল মজুমদার ও পলাশ দাশ। এদের মধ্যে কাউকে সম্পাদক হিসাবে বেছে নেওয়া হতে পারে। তবে প্রাক্তন বাম সাংসদ শমীক লাহিড়িকেই নাকি এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে ।

বর্তমানে শমীক লাহিড়ি দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তাঁর হাতে রাজ্য মুখপত্রের দায়িত্ব গেলে জেলা সম্পাদক হতে পারেন রাহুল ভট্টাচার্য। দলীয় সূত্রে তেমনই খবর।

এদিকে সিপিএম রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন চলছে। সেই অধিবেশনে শেষে কয়েকজন নতুন মুখ নেওয়া হতে পারে রাজ্য কমিটিতে। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ফৈয়জ আহমেদ খানকে কমিটিতে আনা হতে পারে। এ ছাড়া ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভটাচার্যকেও রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য করা হতে পারে। অন্যদিকে রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসাবে রাজ্য কমিটিতে নেওয়া হতে পারে। শোনা যাচ্ছে পলাশ দাশকে উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #Ganashakti

আরো দেখুন