দেড় দশক পর ফের ভারতে আসছেন জার্মান কিংবদন্তি অলিভার কান?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোলদাতাদের নিয়ে উন্মাদনার শেষ নেই, কিন্তু তিনি গোলরক্ষক হলেও; তাঁকে নিয়ে মেতে ওঠে গোটা ফুটবল দুনিয়া। ফের তিনি এ দেশে আসছেন। ২০০৮ সালের পর, দীর্ঘ ১৫ বছর বাদে আবার ভারতে আসছেন অলিভার কান। ফেসবুকে জার্মান কিংবদন্তি লিখেছেন, “নমস্তে ইন্ডিয়া, ২০০৮ সালে ভারতের মাটিতে আমি বিদায়ী ম্যাচ খেলেছিলাম। আগামী সপ্তাহে আমি ভারতে আবার আসছি। ভারত এমন একটা দেশ যার সংস্কৃতি আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। এখানে ফুটবল নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এখানে আসছি।”
২০০৮ সাল, বায়ার্ন মিউনিখের হয়ে জার্মানির কিংবদন্তি অলিভার কান তাঁর বিদায়ী ম্যাচটি খেলেছিলেন কলকাতায়। বিপক্ষে ছিল মোহনবাগান। তিনিই ফের ভারতে আসছেন, খোদ কিংবদন্তি নিজেই এ কথা জানিয়েছেন।
২০০৫ সালে বায়ার্ন মিউনিখ যখন দ্বিতীয় সারির দল নিয়ে কলকাতায় এসেছিল, সে সময় রুমেনিগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বায়ার্ন মিউনিখের মূল দল একদিন কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে খেলবে। ২০০৮ সালে তিনি সেই প্রতিশ্রুতি রাখেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে অলিভার কান তাঁর বিদায়ী ম্যাচ খেলেছিলেন।