অকল্যান্ড সার্কাস গার্ডেনটা কোথায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮৩৬ নাগাদ বাংলার গভর্নর জেনারেল হয়ে আসেন অকল্যান্ড। ভদ্রলোক সদা সিঙ্গেল ছিলেন। সেই কারণে তার দুই ভগিনীও দাদার সঙ্গে এসেছিল কলকাতায়। নতুন দেশ দেখা হবে, কিন্তু সে সময় কলকাতায় তেমন সাজানো-গোছানো বাগান ছিল না। এক বোন বাগানের বায়না জুড়লেন। তারই ইচ্ছায় গভর্নর জেনারেল দাদা গঙ্গার ধারে বাগান গড়লেন। এটা ১৮৪১-এর ঘটনা। বাগানের নকশা করেছিলেন ক্যাপ্টেন ফিটজেরান্ড সাহেব। লর্ড সাহেবের নামেই বাগানের নাম হল অকল্যান্ড সার্কাস গার্ডেন। কিন্তু যার ইচ্ছায় বাগান হল তিনি কোথায় গেলেন? তাকে কি কলকাতা ভুলেই গেল?
না, তাকে কলকাতা ভোলেনি বরং তার নামের একখানা জিনিস কলকাতার সিগনেচার হয়ে উঠেছে, সেটি হল ইডেন গার্ডেন। ১৮৫৪ সালে অকল্যান্ড সার্কাস গার্ডেনের নাম বদলে রাখা হয় ইডেন গার্ডেন। গভর্নর জেনারেল অকল্যান্ডের দুই ভগিনীর নাম ছিল, এমিলি ইডেন এবং ফ্যানী। এমিলির ইচ্ছেতেই বাগান তৈরি করা হয়েছিল। এখানে আজ লড়ছে ভারত-দক্ষিণ আফ্রিকা।
ভাষ্য পাঠ: মধুরিমা রায়
সম্পাদনা: মোঃ রবিউল ইসলাম
তথ্য গবেষণা: সৌভিক রাজ