রাজ্য বিভাগে ফিরে যান

নামবে পারদ, সপ্তাহের শুরুতেই শীতের ছোঁয়া পেতে চলেছেন বঙ্গবাসী

November 5, 2023 | < 1 min read

মঙ্গলবার থেকে শীতের ছোঁয়া পেতে চলেছেন বঙ্গবাসী। ছবি সৌজন্যে: FB/Oh Kolkata

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রবিবার রাত থেকেই তাপমাত্রা কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, আজ থেকে আকাশ পরিষ্কার থাকবে। সোমবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামতে চলেছে। মঙ্গলবার থেকে শীতের ছোঁয়া পেতে চলেছেন বঙ্গবাসী।

আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। নতুন সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ দক্ষিণবঙ্গে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও নতুন সপ্তাহে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ছিল কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে। তবে হাওয়া অফিস বলছে এবার পরিস্থিতির পরিবর্তন হবে। সোমবারের মধ্যে নিম্নমুখী হবে মহানগরের তাপমাত্রার পারদ। নতুন সপ্তাহে শহরে থাকবে শীতের আমেজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Weather Update, #West Bengal Weather, #winter in bengal, #Winter

আরো দেখুন