খেলা বিভাগে ফিরে যান

ইডেনে বিরাট শো, জাদেজার ঘূর্ণিতে প্রোটিয়াদের হারিয়ে আটে-৮ রোহিতদের

November 5, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অপ্রতিরোধ্য রোহিত ব্রিগেড। এখনও শীর্ষে টিম ইন্ডিয়া। ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে টানা আট নম্বর জয় পেলেন কোহলিরা। ৩২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮৩ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ২৪৩ রানে জয় ছিনিয়ে নিয়েছেন গিলরা।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত। দুরন্ত শুরু করেন হিটম্যান। ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলে রাবাদার বলে প্যাভেলিয়নে ফেরেন ভারত অধিনায়ক। গিল এদিন বড় রানের ইনিংস গড়তে পারেননি। শ্রেয়স ও বিরাট লড়তে থাকনে। এদিন আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিলেন বার্থ ডে বয় বিরাট। ১১৯ বলে সেঞ্চুরি করেন তিনি। ওডিআইতে ৪৯তম সেঞ্চুরি করেন বিরাট। ৭৭ রান করে আউট হন শ্রেয়স। সূর্য কুমারের ২২ এবং জাদেজার অপরাজিত ২৯-এ ভর করে প্রোটিয়াদের সামনে ৩২৭ রানের টার্গেট রাখে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে পড়ে। কুইন্টন ডি কক-কে ফেরান সিরাজ। আরেক প্রান্ত থেকে শামি এসে শিকার করতে থাকেন। তারপরেই শুরু হয় জাদেজার ঘূর্ণি। ইডেনের পিচে ঘূর্ণিতে নাকানিচোবানি খাওয়ালেন রবীন্দ্র জাদেজা। শিকার করলেন পাঁচ উইকেট। কুলদীপ যাদব ও মহম্মদ শামি দুটি করে উইকেট পেয়েছেন।

লাইভ আপডেট:

আউউউউউটটটট!! কুলদীপ যাদবের বলে ২৭.১ ওভারে আউট শেষতম উইকেট লুঙ্গি এনগিদি(০)

  • ২৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৩/৯
  • আউউউউউটটটট!!! জাদেজার বলে আউট কাগিসো রাবাদা(৬)
  • আউউউউউটটটট!!! কুলদীপ যাদবের বলে আউট মার্কো জানসেন (১৪)
  • ২২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭০/৭
  • আউউউউউটটটট!!! জাদেজার বলে বোল্ড আউট কেশব মহারাজ(৭)
  • আউউউউউটটটট!!! জাদেজার বলে আউট ডেভিড মিলার (১১)। ব্যাট করতে নেমেছেন কেশব মহারাজ
  • ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫২/৫
  • আউউউউউটটটট!!! শামির বলে আউট রাসি ফন ডার ডুসেন (১৩)
  • আউউউউউটটটট!!! জাদেজার বলে আউট হাইনরিখ ক্লাসেন (১), ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪০/৪
  • ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৫/৩
  • আউউউউউটটটট!!! শামির বলে আউট এইডেন মার্করাম (৯)
  • আউউউউউটটটট!!! জাদেজার বলে আউট টেম্বা বাভুমা (১১)
  • ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯/১

  • আউউউউউটটটট!!! ২য় ওভারে সিরাজের বলে আউট ডি’কক (৫)
    • ৩২৭ রান তাড়া করতে নেমে প্রথম ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ২/০। প্রোটিয়াদের কুইন্টন ডি’কক এবং তেম্বা বাভুমা ওপেন করতে নেমেছেন। আর ভারতের হয়ে প্রথম ওভারে বল করতে এসেছেন জসপ্রীত বুমরাহ।
    • ৫০ তম ওভার শেষে ভারতের স্কোর ৩২৬/৫। ১৫ বলে ২৯ রান জাদেজার এবং ১২১ বলে ১০১ রান করে নট আউট থাকেন কোহলি

  • সেঞ্চুরি! ৪৯ তম ওভারে ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকরকে। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৯ টি সেঞ্চুরির মালিক হলেন বার্থডে বয় বিরাট কোহলি। ১২০ বলে ১০০ করেন ক্রিজে আছেন তিনি
    • আউউউউউটটটট!!! ১৪ বলে ২২ রান করে সজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব 

  • ৪৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৭৮/৪
  • আউউউউউটটটট!!! ভারতের ৪র্থ উইকেটের পতন। সাজঘরে ফিরলেন রাহুল ১৭ বলে ৮ রান করেছেন তিনি।
    • ৪০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৪১/৩
    • আউউউউউটটটট!!! ৮৭ বলে ৭৭ রান করে সাজঘরে ফিরলেন শ্রেয়স
    • ৩৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ২১৯/২
    • হাফ সেঞ্চুরি! ৬৪ বলে ৫১ অর্ধশতক পূরণ করলেন শ্রেয়স
    • ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৭৯/২
    • হাফ সেঞ্চুরি! ৬৯ বলে ৫৩ রান করে ক্রিজে ব্যাট করছেন বিরাট কোহলি
    • ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫১/২
    • ২৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। ৪০ বলে ৫১ রান কোহলির। ৩৯ বলে ১৮ রান শ্রেয়সের।
    • ২০ ওভার শেষে ভারতের স্কোর ১২৪/২
    • ১৫ ওভার শেষে ভারতের রান সংখ্যা ১০৫/২
    • আউউউউউটটটট!!! কেশব মহারাজের বলে আউট শুভমন গিল (২৩), ১১ ওভারে ভারতের রান সংখ্যা ৯৪/২
    • ১০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৯১/১
    • আউউউউউটটটট!!! ৪০ রান করে প্যাভিলিয়িনে ফিরলেন রোহিত শর্মা
    • ৫ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৬১/০
    • প্রথম ওভারে ভারতের রান সংখ্যা ৫/০
    • টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া
    TwitterFacebookWhatsAppEmailShare

    #IND Vs SA, #Eden Gardens, #ICC Cricket World Cup

    আরো দেখুন