বিবিধ বিভাগে ফিরে যান

প্যালিওন্টোলজিস্টদের অভূতপূর্ব সাফল্য, বাংলায় খোঁজ মিলল প্রাগৈতিহাসিক সরীসৃপের

November 6, 2023 | < 1 min read

প্রোটেরোসুকাস, ছবি সৌজন্যে: DeAgostini / Alamy Stock Photo

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যালিওন্টোলজিস্টরা অভূতপূর্ব সাফল্য পেলেন, বাংলায় খোঁজ মিলল প্রাগৈতিহাসিক সরীসৃপের। মূলত বাংলার ম্যানগ্রোভ বনাঞ্চলে নোনা জলের কুমিরদের দেখা মেলে। ২৫ কোটি বছর আগের এক, প্রাচীন সরীসৃপের হদিশ মেলেছে। প্রাণীর জীবাশ্ম দেখে অনুমান করা হচ্ছে এই সঙ্গে কুমিরের মিল হয়েছে। হতে পারে ওই জীব প্রজাতি কুমিরের মিসিং লিংক।

বাংলার দেওলি গ্রামে জীবাশ্ম উদ্ধার হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, প্রোটেরোসুকাসদের আকার ১.৫ থেকে চার মিটার অবধি হয়। প্রাণীদের দেহ লম্বা, সরু, কুমিরের মতোই দেখতে। প্রাণীটির নাম দেওয়া হয়েছে সামসারসুচুস পামেলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #paleontologists, #Deoli, #Prehistoric Crocodile, #Proterosuchus

আরো দেখুন