রাজ্য বিভাগে ফিরে যান

মহার্ঘ্য হচ্ছে শোলা! দেব-দেবীর সাজে বিকল্প হিসেবে বাড়ছে জরির ব্যবহার?

November 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে শোলার, চালচিত্র থেকে আরম্ভ করে দেব-দেবীর সাজে বেশি করে ব্যবহৃত হচ্ছে জরির কাজ। সামনেই কালী পুজো কলকাতার কুমোরটুলিতে দম ফেলার সময় নেই। সেখানে দেখা যাচ্ছে, শিল্পীরা জরির অলঙ্কার ব্যবহার করছেন দেবীকে সাজাতে। প্রায় সব পটুয়াপাড়াতেই প্রতিমার সাজসজ্জায় জরির কাজের দেখা মিলছে।

জরি-শিল্পীরা বলছেন, আগে শোলার সাজই ব্যবহৃত হত। এখন জরির কাজ বেশি হচ্ছে। শোলার দাম অত্যধিক বেড়ে যাওয়ায় জরির ব্যবহার বাড়ছে। শিল্পীরা বলছেন, পুজোর উদোক্তারা কম দামে প্রতিমা খোঁজেন। শোলার অলঙ্কার দিয়ে প্রতিমা সাজানো হলে দাম বেশি হবে। সেই জন্য জরির কাজ বেশি হচ্ছে। অনেকেই বলছেন দাম দিয়েও ঠিক মতো শোলা মিলছে না। যা আসছে তার দাম দ্বিগুণ হচ্ছে। শোলার কাজ আগের তুলনায় কমেছে। সংস্কারেরবশে এখনও কেউ কেউ শোলার সাজসজ্জা তৈরির বরাত দিচ্ছেন। তাঁরা বেশি দাম দিয়েই কিনে নিয়ে যাচ্ছেন। শোলা শিল্পীদের বক্তব্য, আগামী দিনে শোলা শিল্পর টিকে থাকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নতুন প্রজন্ম আর এই শিল্পের দিকে ঝুঁকছে না। অন্য পেশায় চলে যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Use, #lace, #Lace artist

আরো দেখুন