খেলা বিভাগে ফিরে যান

AFC Cup: দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েও কিংসের কাছে ১-২ হার বাগানের

November 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হতাশাজনক পারফরম্যান্স।এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে হারের মুখ দেখতে হল মোহনবাগানকে। রক্ষণ থেকে আক্রমণ সবেতেই ল্যাজেগোবরে হয়েছে জুয়ান ফেরান্দোর টিম। বাংলাদেশের বসুন্ধরা কিংস সবুজ-মেরুনকে হারাল ২-১ গোলে।

১৭ মিনিটে দুর্দান্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন কোলাসো। ৪৪ মিনিটে অনবদ্য গোল করে সময়া ফিরিয়ে দেন বসুন্ধরার মিগুয়েল ফিগুয়েরা। ৮০ মিনিটে রবিনহোর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে ফেলল বাংলাদেশের ক্লাবটি। এই ম্যাচ খেলতে গিয়ে হেরে গ্রুপে দ্বিতীয় স্থানে চলে গেল মোহনবাগান।।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bashundhara Kings vs Mohun Bagan, #MBSG vs BK, #AFC Cup

আরো দেখুন