দেশ বিভাগে ফিরে যান

বিল কেন আটকে রাখছেন রাজ্যপাল? ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

November 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধী রাজ্যগুলিতে রাজ্যপালের স্বাক্ষরের জন্য আটকে বহু বিল। পঞ্জাব, তামিলনাড়ু, কেরালা, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গের মতো বিরোধী-শাসিত রাজ্যগুলিতে মূল বিলগুলি আটকে রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট সোমবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও এর ব্যতিক্রম নন। উপাচার্য নিয়োগ সহ নানা বিষয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। যদিও তাঁকে এই ভর্ৎসনা শুনতে হয়নি। বিল অনুমোদনে বিলম্ব নিয়ে আম আদমি পার্টি সরকারের দায়ের করা মামলায় সোমবার পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতকে হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই হুঁশিয়ারি অন্য সব রাজ্যের মতো বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে দাবি আইনজীবী মহলের।

বিল অনুমোদনে রাজ্যপালদের অহেতুক গড়িমসি নিয়ে সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরেই বিরক্ত। এদিনের শুনানিতে কার্যত সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ।

সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে “বিষয়টি সুপ্রিম কোর্টে আসার আগে রাজ্যপালদের কাজ করতে হবে। রাজ্যপালরা তখনই কাজ করেন যখন বিষয়গুলি সুপ্রিম কোর্টে পৌঁছয়। এর অবসান ঘটাতে হবে। রাজ্যপালদের আত্ম অনুসন্ধান করা প্রয়োজন। তাদের অবশ্যই জানতে হবে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নন।’’ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, রাজ্যপালদের “আত্ম-অনুসন্ধান” করার সময় এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #supreme court, #governor, #Supreme Court of India, #bills

আরো দেখুন