উত্তুরে হাওয়ার সঙ্গে নামছে পারদ, কালীপুজোয় কি তবে ফিরবে শীতের আমেজ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কমছে তাপমাত্রা; বাড়ছে শীতের আমেজ। উত্তুরে হাওয়ার সঙ্গে শীতের শিরশিরানি ফিরছে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ থাকবে। কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে। পশ্চিমাঞ্চলে পারদ এখনই কুড়ির নীচে। কালীপুজোয় কি তবে শীত এসেই যাবে?
কলকাতায় আজ, মঙ্গলবার পরিষ্কার আকাশ। বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। বুধবারের মধ্যে ২০-২১ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা। সপ্তাহের মাঝামাঝি ফিরবে শীতের আমেজ। কলকাতায় ২০-২১ ডিগ্রিতে এবং পশ্চিমের জেলাগুলিতে ১৮-১৯ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা।
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৭ -৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।