দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বাঁশবেড়িয়ায় শুরু হল কার্তিক পুজোর প্রস্তুতি, ভিড় সামলাতে কী ব্যবস্থা প্রশাসনের?

November 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঁশবেড়িয়ার কার্তিক পুজো খুবই বিখ্যাত। মঙ্গলবার চন্দননগরের পুলিশ কমিশনারসহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর শোভাযাত্রার রুট পরিদর্শন করেছেন। ব্যান্ডেলের কেওটা লাটবাগান থেকে বাঁশবেড়িয়ার প্রতিমা নিরঞ্জন ঘাট পর্যন্ত সমস্ত রাস্তা ঘুরে দেখার পরে তাঁরা বৈঠকে বসেন। জানা গিয়েছে, এবারের শোভাযাত্রায় ৪২টি পুজো কমিটি অংশগ্রহণ করবে। ভিড় সামাল দিতে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে পুলিশ। প্রশাসন বৈঠক করেছে। পুলিশ কমিশনার অমিত পি জাভলাগি সহ পুলিশের আধিকারিকরা বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন। পুরসভাও ভিড় নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নিচ্ছে।

বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় ভিন জেলার পাশাপাশি দেশের নানান প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষ আসেন। ১৭ নভেম্বর কার্তিক পুজো হবে। ২০ তারিখ সন্ধ্যায় শোভাযাত্রার মাধ্যমে মূর্তি নিরঞ্জন হবে। গত শনিবার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী গেস্ট হাউসে প্রশানিক বৈঠক হয়। বাঁশবেড়িয়ায় এবারও শতাধিক পুজো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kartik Pujo, #Bansberia

আরো দেখুন