দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেলেন সঞ্জয়কুমার মল্লিক

November 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বভারতীতে উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তী কর্মজীবনের শেষ দিন ছিল বুধবার। এবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেলেন সঞ্জয়কুমার মল্লিক।

উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর কার্যকালে বারবার বিশ্বভারতী নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হয়৷ বিশ্ববিদ্যালয়ের অন্দরেও বারবার ঘনিয়েছে অশান্তির মেঘ। বুধবার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হলেও, আবার তাঁকে পদে রাখা হবে কিনা তাই নিয়ে জল্পনা চলে দিনভরই। শেষপর্যন্ত বিকেল গড়ানোর পর জানা যায় নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হচ্ছেন কলাভবনের অধ্যক্ষ ডঃ সঞ্জয় মল্লিক।

ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় বিশ্বভারতীরই প্রাক্তনী। তাঁর গবেষণায় গুরুত্ব পেয়েছিল আধুনিক ভারতীয় চিত্রকলা এবং চল্লিশের দশকের বাংলা। এ ছাড়াও ‘মিনিয়েচার পেন্টিং’ নিয়েও গবেষণা রয়েছে সঞ্জয়ের। ১৭ বছরের বেশি সময়ে বিশ্বভারতীতে শিক্ষকতা করছেন সঞ্জয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sanjay Kumar Mallick, #visva bharati university

আরো দেখুন